রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে মেয়াদউত্তির্ন ঔষধ রাখার দায়ে দুটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

হিলিতে মেয়াদউত্তির্ন ঔষধ রাখার দায়ে দুটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হিলি:
মেয়াদ উত্তির্ন ঔষধ ও একইসাথে ফ্রিজে ঔষধসহ খাবার রাখার দায়ে দিনাজপুরের হিলিতে দুটি ঔষধের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে হিলি বাজারের ঔষধের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ হিলি বাজারে ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তির্ন ঔষধ ও একইসাথে ফ্রিজে ঔষধসহ খাবার রাখার দায়ে মন্ডল ফার্মেন্সিকে ১০ হাজার ও জাহিদ ফার্মেন্সিকে ৫ হাজার সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …