শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে মাস্ক এর ব্যবহার নিশ্চিত করতে সাত জনকে জরিমানা

হিলিতে মাস্ক এর ব্যবহার নিশ্চিত করতে সাত জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাস্ক এর ব্যবহার নিশ্চিত করতে এবং মাস্ক ব্যবহার না করায় পথচারী, মোটরসাইকেল চালকসহ সত (০৭) জনকে এক হাজার (১০০০) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টায় চতুর্থ দিনে উপজেলার বোয়ালদাড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট নুর-এ আলম এই জরিমানা করেন।

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম বলেন, দেশে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ চলছে। তাই জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও শতভাগ মাস্কের ব্যবহার নিশ্চিত এর লক্ষে আমাদের এই অভিযান। অভিযানে মাস্ক ব্যবহার না করায় পথচারী মোটরসাইকেল চালকসহ সাতজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …