নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলিতে মাদক সেবনের দায়ে স্বামী ও স্ত্রীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের নুর ইসলামের ছেলে পল্লব হোসেন (২৮), তার স্ত্রী মুক্তা বেগম (২৫)।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, গতকাল রাতে হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের পল্লব হোসেন মাদকসেবন করে আরো মাদক সেবনের জন্য টাকা চেয়ে তার স্ত্রীকে মারধর করে এবং তার হাত কেটে দেয়, এনিয়ে তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছিল এবং এলাকায় বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ সংবাদ পেয়ে রাতেই তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।