বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে মাদক সেবনের অভিযোগে ১ যুবকের তিন মাসের কারাদন্ড

হিলিতে মাদক সেবনের অভিযোগে ১ যুবকের তিন মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলিতে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা করার অভিযোগে আনোয়ার হোসেন নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খট্রামাধবপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, মাদক সেবন করে এক যুবক উপজেলার খট্রামাধবপাড়া এলাকায় বিশৃঙ্খলা তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করা হয় ওই যুবককে।

দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩৮) বিরামপুর উপজেলার ভবানিপুর এলাকার আবু তাহেরে ছেলে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …