রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল (১৯) নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে বন্ধু রাসেল (২০) কে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গেলো রাত সাড়ে ১২টা সময় হিলি সীমান্তের ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার ধরন্দা এলাকার মৃত হুরুর ছেলে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান, গেলো মধ্য রাতে উপজেলার ধরন্দা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই বন্ধুর মাঝে বাকবিতন্ডা ঘটনা ঘটে। এ সময় রাসেল তার বন্ধু শাকিলকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায় পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠায়। রাস্তার যাবার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে রাসেলকে আটক করেছে।

এ বিষয়ে হাকিমপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত রাসেল একই এলাকার আব্দুর রহিমের ছেলে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …