শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে মাদকদ্রব্য উদ্ধার সহ ১২ জনকে আটক করছে পুলিশ

হিলিতে মাদকদ্রব্য উদ্ধার সহ ১২ জনকে আটক করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলিতে মাদকদ্রব্য উদ্ধার সহ ১২ জনকে আটক করছে হাকিমপুর থানা পুলিশ। গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মাদক নির্মুল অভিযানের অংশ হিসেবে গত রাতে সীমান্তে ধরন্দা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ খাটিয়া চড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে শাহাজালাল (২৬) কে আটক করা হয়। মাদক সেবনের অপরাধে জাহিদুল ইসলাম মজু (৫২) নামে এক জন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ মাসের সাজা প্রদান ও ১০০ টাকা জরিমানা করেন। এ ছাড়াও ২০ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এছাড়াও বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ১০ জন পলাতক আসামীকে আটক করেছে। আজ তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …