রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করেছে পুলিশ

হিলিতে মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ রবিবার সকাল থেকে হিলি সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছে হাকিমপুর থানা অফিসার ইনার্চজ আব্দুর রাজ্জাক আকন্দ।

তিনি আরো জানান, সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ দিনার হোসেন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি সহ আরো ৫ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দ¦ায়েরপূর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ধরন্দা গ্রামের মুনতাজ আলীর ছেলে দিনার হোসেন (২৫), চুড়িপট্টি এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০), মৃত মকু মিয়ার ছেলে রবিউল ইসলাম রবি (৩০), লোহাচড়া গ্রামের খালেকুজ্জামানের ছেলে মাসুম সরকার (৩০), চন্ডিপুর এলাকার আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন টিটু (৩৪), বালুচড় এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে হাসান (৫২)।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …