রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে মসজিদের ক্যাশিয়ারের উপর এ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

হিলিতে মসজিদের ক্যাশিয়ারের উপর এ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে রাওতাড়া দক্ষিনপাড়া হাজী জামে মসজিদের ক্যাশিয়ার ইলিয়াস মন্ডলের উপর এ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। রাওতাড়া গ্রামবাসীর আয়োজনে আজ দুপুরে হিলি ঘোড়াঘাট সড়কের রাওতাড়া নামক স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ গ্রামবাসীরা অংশগ্রহন করেন। এর আগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সভায় বক্তারা বলেন, মসজিদের কমিটিকে নিয়ে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ক্যাশিয়ার ইলিয়াস মন্ডলের উপর এ্যাসিড নিক্ষেপের মতো জঘন্যতম ঘটনা ঘটানো হয়েছে। আমরা গ্রামবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানাই, একইসাথে তার উপর এ্যাসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …