রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে মরহুম মুরাদ স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হিলিতে মরহুম মুরাদ স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দুরে রাখতে “ক্রিড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এমন শ্লোগানে দিনাজপুরের হিলিতে মরহুম মুরাদ স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

হাকিমপুর-হিলি পৌরসভার আয়োজনে বুধবার সকালে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন ব্যাট চালিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনি খেলায় শান্তিরমোড় জুয়েল একাদশ ও ছাতনির মিম একাদশ অংশগ্রহন করেন। এতে টর্স জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারীত ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮২ রান করে জুয়েল একাদশ। হাকিমপুর পৌরসভার মোট ২২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করছেন।

এসময় সেখানে মরহুম মুরাদের বড় ভাই ও প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ক্রিকেটার জাবেদ হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …