মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে ভোটারতালিকা হালনাগাদ ও তথ্য সংগ্রহের প্রশিক্ষণ

হিলিতে ভোটারতালিকা হালনাগাদ ও তথ্য সংগ্রহের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলিতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী-২০১৯ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিন, দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুল ইসলাম প্রামানিক, হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেস হোসেন। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৪২জন শিক্ষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নির্ভুলভাবে করতে ভোটারদের যেসব তথ্য সংগ্রহ করতে হবে সেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও দেখুন

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু

নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …