শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে ভারত ফেরত ৬ জনের শরীরে করোনা শনাক্ত

হিলিতে ভারত ফেরত ৬ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, (দিনাজপুর):
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে আসা যাত্রীদের মধ্যে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১৯ মে থেকে ০৫ জুন পর্যন্ত ভারত থেকে আসা ১৯৫ জনের মধ্যে এই পর্যন্ত ৬ জনের শরীরে করোনা ভাইরাস এর লক্ষণ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম জানান, হিলি চেকপোস্ট দিয়ে ১৯৫ জন যাত্রী দেশে ফিরে এসেছেন। এ সময় তাদের করোনা পরীক্ষা করা হলে এদের মধ্যে ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এরপর তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে এবং অন্যদের স্থানীয় আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে শনাক্ত হওয়া ব্যক্তিদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা ঢাকায় নমুনা পরীক্ষা করার পর জানা যাবে।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে করোনার কারণে আটকা পড়েন এসব বাংলাদেশিরা। সরকার ১৬ মে থেকে এসব আটকা-পড়াদের দেশে আসার অনুমতি দেয়। এর মধ্যে ৬৪ জন কোয়ারেন্টাইন শেষ করে করোনা নেগেটিভ সনদ নিয়ে নিজ আবাসস্থলে ফেরত গেছেন। ১৩১ জন যাত্রী এখন হাকিমপুর, বিরামপুর, দিনাজপুর মেডিকেল ও রংপুর মেডিকেলে আছেন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …