নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমানসহ অনেকে। উপজেলার ১০ হাজার ২২১জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১ হাজার ১৫জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। যারা প্রত্যেককে ২৭ টাকা কেজি দরে ১টন করে ধান গুদামে সরবরাহ করবেন। গত ২৮ এপ্রিল থেকে হিলি সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে বোরো মৌসুমের ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …