নিজস্ব প্রতিবেদক, হিলি
“জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সন্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” এমন শ্লোগানে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, ডা, আতিকুর রহমানসহ অনেকে।
সভায় বক্তারা হিলিতে বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার রুখতে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানানোর পাশপাশি, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের কথাও জানানো হয়।