মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে বিপুল পরিমান ভারতীয় গরুমোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার

হিলিতে বিপুল পরিমান ভারতীয় গরুমোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,হিলি
হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় ২৭ লাখ ৬০ হাজার টাকা মুল্যের ভারতীয় বিপুল পরিমান গরুমোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার ভোররাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলি উদ্ধার করে। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার জিল্লুর রহমান জানান, ভারত থেকে গরুমোটাতাজাকরন ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অবস্থান নেয়।

এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলির ভেতর থেকে ৯২ হাজার পিস ট্যবলেট উদ্ধার করে। যার সিজার মুল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা। পরে ট্যাবলেটগুলি হিলি স্থল শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …