রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে বিপুল পরিমাণ নেশার এ্যাম্পলসহ এক কিশোর আটক

হিলিতে বিপুল পরিমাণ নেশার এ্যাম্পলসহ এক কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনঞ্জেকশন এ্যাম্পলসহ ওমর ফারুক (১৪) নামের এক কিশোরকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার ছাতনী চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কিশোর হাকিমপুর উপজেলার বৈগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আহাদ আলীর ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকের একটি বড় চালান হিলি থেকে ঘোড়াঘাটে উদ্দ্যেশে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার ছাতনী চারমাথা এলাকায় অটোভ্যান আটকিয়ে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১ হাজার ৫শ ৪০ পিচ এ্যাম্পল উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় ওমর ফারুক নামের এক কিশোরকে। আটককৃত বিরুদ্ধে মামলা দ্বায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …