সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে বিদ্যুতের ঠিকাদারসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

হিলিতে বিদ্যুতের ঠিকাদারসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি সীমান্তে ২৮ বোতল ফেন্সিডিল সহ পল্লী বিদ্যুতের ঠিকাদারসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটকৃতরা হিলি স্টেশন রোডের গোডাউন মোড়ের বাবু হোসেনের ছেলে শাওন, একই এলাকার ফারুখ উদ্দিনের ছেলে নওশাদ আলী (২৮) ও হিলির বাঁশমুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে পল্লী বিদ্যুতের ঠিকাদার নাহিদ হাসান।

শনিবার বিকেল ৩ টায় হিলি এলএসডি গোডাউনের (স্টেশন রোড) পশ্চিম পাশে বাবুর বাড়ি থেকে ২৮ বোতল ফেনসিডিল সহ পুলিশ তাদের আটক করে।

হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ৯৯৯ এ কল পেয়ে শনিবার বিকেল ৩টায় থানার অফিসার এসআই রকিবুল ইসলাম সঙ্গী ফোর্স নিয়ে হিলি স্টেশন রোড বাবুর বাড়ি অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ২৮ বোতল ফেনসিডিল সহ নওশাদ, শাওন ও নাহিদ হাসানকে হাতেনাতে গ্রেফতার করে।

আটকৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …