বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / হিলিতে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ

হিলিতে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঘরবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান ও সংগঠনের নেতা কর্মীরা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় প্রতিটি পরিবারের মাঝে, ৫ কেজি চাল, এক কেজি লবন, আটা, ডাল, আলু এবং আধা লিটর সোয়াবিন তেল বিতরণ করা হয়।

হাকিমপুর উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান জানান, প্রথম দিন ৫শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি’র এই খাদ্য বিতরণ কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …