শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে বাড়ির ভিত্তি প্রস্তর খনন কাজের সময় পরিত্যক্ত একটি মটার সেল সাদৃশ্য বোমা উদ্ধার।

হিলিতে বাড়ির ভিত্তি প্রস্তর খনন কাজের সময় পরিত্যক্ত একটি মটার সেল সাদৃশ্য বোমা উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলি সীমান্তে একটি বাড়ির ভিত্তি প্রস্তর খনন কাজের সময় মাটির নিচে থেকে পরিত্যাক্ত একটি মটার সেল সাদৃশ্য বোমা দেখতে পায় লেবারেরা। পরে ঘটনাস্থল থেকে এটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আজ রবিবার বিকেল ৫টা দিকে হিলি সীমান্তের বোয়ালদাড় গ্রামের পুর্ব পাড়া’র মৃত বুধা শেখের ছেলে আনোয়ার হোসেনের বাড়ীর ভিত্তি প্রস্তর খননের সময় লেবারেরা ওই বোমাটি
উদ্ধার করে। এলাকা বাসীর ধারনা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহীনির ছোঁড়া গোলা হতে পারে। যা ৪৯ বছর থেকে মাটির নিচে পড়ে থেকে নিস্ক্রিয় হয়ে গেছে।

পলিশ জানায়, এটি একটি মোটার সেল হতে পারে, যা মাটির নিচে পড়ে থেকে নিস্ক্রিয় হয়ে গেছে।

আরও দেখুন

হিলিতে কারাবন্দী নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভা করেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য এ জেড

এম জাহিদ হোসেন নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,দিনাজপুরের হিলিতে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনসংগ্রামে কারাবন্দী বিএনপির নেতাকর্মীদের …