রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে বাল্যবিবাহ, বয়:সন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত

হিলিতে বাল্যবিবাহ, বয়:সন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, হিলি
দিনাজপুরের হিলিতে বাল্যবিবাহ রোধ, মেয়েদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য, সুষম খাবার ও পুষ্টি বিষয়ক স্বাস্থ্যসভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা প্রোগ্রামের আওতায় আজ সোমবার দুপুরে হিলির পাউশগাড়া ফাজিল মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি কোন বাবা মা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বাল্যবিবাহ দিতে চাইলে তাকে বোঝানোসহ এতেও না হলে ৯৯৯ এ কল দিয়ে বাল্যবিবাহ বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
মাদ্রাসার সহকারী অধ্যক্ষ তাইজুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান পারুল নাহার, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদসহ অনেকে।
এছাড়াও মেয়েদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য, সুষম খাবার ও পুষ্টি বিষয়ক খাবার সম্পর্কে নানারকম পরামর্শ প্রদান করা হয়। সেই সাথে এসব বিষয়ের কুফল সম্পর্কে সচেতন করতে প্রজেক্টরের মাধ্যমে নাটিকা দেখানো হয়।

আরও দেখুন

অবৈধ অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে বাংলাদেশি যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিজানুর রহমান (২৯) নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *