নিজস্ব প্রতিবেদক, হিলি:
”স্থল পথে বাণিজ্য বৃদ্ধি, দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হিলি পানামা পোর্টের সম্মেলন কক্ষে হিলি স্থলবন্দরের সুপারিন্টেন্ডেন্ট রাসেল শেখের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম। এসময় হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আমিন, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব সহ বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আলোচনা সভায় হিলি স্থলবন্দরের রাস্তা-ঘাটসহ বন্দরের অবকাঠামো উন্নয়ন করা গেলে প্রতিবছর ৪০০ কোটি টাকার জায়গায় দ্বিগুন রাজস্ব আদায় সম্ভব বলে জানান তারা।