সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে বজ্রপাতে নিহত দুই বোনের পরিবারকে অর্থ প্রদান

হিলিতে বজ্রপাতে নিহত দুই বোনের পরিবারকে অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে আমকুড়ানোর সময় বজ্রপাতে নিহত দুই বোনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। নিহত দুই বোনের পিতা মফিজুল ইসলামের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ।

এ সময় সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, খট্রামাধবপাড়া ইউপির চেয়ারম্যান মোকলেছার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ৭ জুন বিকেলে ঝড়ের সময় পাড়ির পাশে আম কুড়ানোর সময় উপজেলার লোহাচড়া গ্রামের মফিজুলের দুই মেয়ে মহসিনা (১২) ও মোফাসসিরা (১১) বজ্রপাতে নিহত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …