রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হিলিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু (বালক) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।


এরপর বিকেলে বঙ্গবন্ধু (বালক) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ।
এরপর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মনশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ৮-০ গোলে হারিয়ে নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হন। এদিকে খেলায় বিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়ে গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চাম্পিয়ন হন। এ খেলায় উপজেলা পর্যায়ে ৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে মোট ৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশ গ্রহন করেন।


খেলা শেষে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় হাতে ট্রপি হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ।
এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ,সহকারী শিক্ষা অফিসার মাহমুদুন্নবী, ইন্সট্রাক্টর বদরুল মিল্লাত,প্রধান শিক্ষক আতিয়ার রহমান,আনোয়ার হোসেন, আনারুল হক টুকু,মামুনুর রশীদ, লিপি আরা, সুলতানা আক্তার, সহকারী শিক্ষক মুনসুর রহমান, মিলন হোসেন, মামুনুর রশীদ,মহিদুল ইসলাম,ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাহের আলী মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …