সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে বগুড়ার ছয় মাদকসেবী আটক

হিলিতে বগুড়ার ছয় মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি
দিনাজপুরের হিলিতে ৩৮পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষকসহ বগুড়ার ধুনট উপজেলার ছয় মাদকসেবিকে আটক করেছে হিলি-হাকিমপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে হিলি সীমান্তবর্তী ধরন্দা-ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-বগুড়ার ধুনট উপজেলার বিলচাপি এলাকার ফারাইজুল হকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল (৩০), মৃত আব্দুস সাত্তারের ছেলে জহুরুল ইসলাম (২৯), আব্দুল করিম মন্ডলের ছেলে ডাব্লু সরকার (৩০), দুদু মন্ডলের ছেলে দুলাল মিয়া (২৯), মৃত মোজ্জাম্মেল হকের ছেলে ররিউল আওয়াল (৪৮), আজিজার রহমানের ছেলে লিখন (২২)। এরা সকলেই একই এলাকার বাসিন্দা।

হাকিমপুর থানা পুলিশের অফিসার ইন-চার্জ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভীত্তিতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাকিমপুর থানা পুলিশের একটি দল সীমান্তবর্তী ধরন্দা ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা মোট্রো-গ-১৭-৯৮৬৭ নম্বরের একটি প্রাইভেট কারে ছয় জনকে আটক করা হয়।

আটককৃতদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …