সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে ফেনসিডিলসহ আটক ৩

হিলিতে ফেনসিডিলসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুর জেলার হাকিমপুরের হিলিতে ১৮০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার হরেকৃষ্টপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার সরঞ্জাগাড়ী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আলী হোসেন বাবু (২৭), মতিউর রহমানের ছেলে মোক্তারুল ইসলাম (২৭) ও সাতকুড়ি এলাকার খলিলের ছেলে সাহাজুল ইসলাম স্বাধীন (২৫)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল চোরাকারবারি ভারতীয় নিষিদ্ধ আমদানি ফেনসিডিল মজুত করছে হরিকৃষ্টপুর গ্রামে। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারি সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জন আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক আজ দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …