রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে প্রথম দিনে করোনা ভ্যাকসিন নিলেন ১০১ জন

হিলিতে প্রথম দিনে করোনা ভ্যাকসিন নিলেন ১০১ জন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে গণহারে টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর থেকে প্রথম দিনেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন ১০১ জন। এদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব ব্যক্তিকে টিকা দেওয়া হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার গাদ্দাফী সিকদার জানান, টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০১ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীর বেশির ভাগই সরকারী চাকুরিজীবি। আর এখন পর্যন্ত টিকা গ্রহণের জন্য ৩৫০ জন ব্যক্তি রেজিষ্টেশন করেছেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …