সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

হিলিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক,হিলি

হিলিতে পাওনা টাকা চাইতে গিয়ে বাকবিতন্ডার এক পর্যয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদি হাসান সনি (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সনি হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। আজ বুধবার দুপুরে উপজেলার বোয়ালদাড় গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাকুরীর জন্য তিন বছর আগে একই গ্রামের মিজানুর রহমানকে ৪ লাখ টাকা দেন সনি। কিন্তু তার চাকুরী না হওয়ায় টাকা ফেরত চাইলে টাকা ফেরত দিতে তালবাহানা করে। আজ মিজানুর রহমানের কাছে টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মিজানুর ও তার ভাগ্নে দেলোয়ার হোসেন মেহেদী হাসান সনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাকিমপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দর রাজ্জাক জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেড়িকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …