সোমবার , ফেব্রুয়ারি ২৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে পুলিশের হাতে পুলিশ আটক

হিলিতে পুলিশের হাতে পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের হিলিতে ৪৫ গ্রাম হিরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকায় গাউসুল করিমের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যকে তার ভাড়া বাসা থেকে আটক করা হয়। বর্তমানে মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত আছেন। ইতিপুর্বে তিনি হাকিমপুর থানাতেই কর্মরত ছিলেন। আমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের চড় খট্রামারি গ্রামের আবু হানিফের ছেলে।

আরও দেখুন

নন্দীগ্রামে পাকা সড়কে কাদায় মাখামাখি, বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আঞ্চলিক পাকা সড়কগুলোতে সামান্য বৃষ্টির পর কাদায় মাখামাখি অবস্থা …