সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক ও প্রসাধনীসহ আটক-৫

হিলিতে পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক ও প্রসাধনীসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক,হিলি

দিনাজপুরের হিলিতে পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক চারটি মামলা করেছে। আটককৃতরা পৌর শহরের নাসির উদ্দিন, আব্দুল মজিদ, নুর ইসলাম রাসেল এবং সুফিয়া বেগম।

শুক্রবার দিনব্যপী শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

হাকিমপুর থানা সূত্রে জানা যায়, মাদক বিক্রির অভিযোগ পেয়ে অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দের নেতৃত্বে শহরের কালিগঞ্জে অভিযান চালিয়ে ১১ বোতল ফেনসিডিলসহ সুফিয়া বেগম, মহড়া পাড়া থেকে ১ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ রাসেল, সাতকুড়ি থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ নুর ইসলামকে আটক করে।

অপর একটি অভিযানে সাতকুড়ি থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ প্রসাধনীসহ নাসির ও আব্দুল মজিদকে আটক করা হয়েছে।

ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আটকৃতদের বিরুদ্ধে পুলিশ পৃথক চারটি মামলা করেছে। শনিবার আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …