সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

হিলিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো বাঁশমুড়ি গ্রামের মাজেদুল ইসলামের মেয়ে মরিয়ম (৪) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিরব (৩)। আজ শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার আর্জিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু খালাতো ভাই বোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ওরা ‍দু’জনে বাড়ির পাশে পুকুরের ঘাটে খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। তবে বাড়ির লোকজন বিষয়টি টের পায়নি। কিছুক্ষণ পর দুই শিশু কে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর পাড়ে গিয়ে শিশু দুইকে পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …