সোমবার , জানুয়ারি ৬ ২০২৫
নীড় পাতা / Uncategorized / হিলিতে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হিলিতে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলি:

হিলির পল্লীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হুমাইরা নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় হিমু (৪) নামের আরেক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

আজ রবিবার সকাল দশটায় উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলার সময় পুকুরে পানিতে পড়ে হুমাইরা ও হিমু নামের দুইটি শিশু ছটফট করতে থাকে, এসময় পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কতর্ব্যরত চিকিৎসক হুমাইরাকে মৃত্যু ঘোষনা করে। তবে হিমু নামে আরেক শিশু চিকিৎসকধীন রয়েছে।

মৃত হুমাইরা (৬) উপজেলার কাদিপুর গ্রামের হাবিবুরের মেয়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সাঈদ জানান, আজ সকাল ১১টা সময় পানিতে ডুবে যাওয়া দুইজন শিশুকে হাসপাতালে নিয়ে আসে তাদের পরিবারের লোকজন। হাসপাতালে আসার আগে একজনের মৃত্যু হয়েছে। অন্য একজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …