বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে পিকআপের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত

হিলিতে পিকআপের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে পিকআপ ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মটর সাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে ঘাতক পিকআপটি পালিয়ে যায়।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে হিলির বিষাপাড়া সীমান্ত এলাকার পাকা রাস্তার উপর এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিলি বাজার থেকে কেনাকাটা করে মটরসাইকেল যোগে দুই আরোহী যাওয়ার সময় তারা বিশাপাড়া নামক এলাকায় পৌছিঁলে একটি পিকআপ সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়াল পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার তদন্ত ওসি মোস্তাফিজার রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক পিকআপকে জব্দ করা করা সম্ভব হয়নি। দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …