নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে পবিত্র কবরস্থান রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

হিলিতে পবিত্র কবরস্থান রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলি কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে প্রধান মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে স্বারক লিপি প্রদান করেছে স্থানিয়রা। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলমের হাতে হিলি বাসির পক্ষে স্বারক লিপি প্রদান করেন আল-আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ সামসুল হুদা খানসহ স্থানীয়রা।

“হিলি কেন্দ্রীয় কবরস্থানের উপর দিয়ে হিলি-জয়পুরহাট চার লেন সড়ক নির্মান করা হবে” এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ায় কবরস্থান রক্ষার দাবিতে এই স্বারক লিপি প্রদান করা হয়।

হিলি-জয়পুরহাট চার লেনের সড়কটি কবস্থানের উপর দিয়ে না নিয়ে কবরস্থানকে রক্ষা করে তার পাশ দিয়ে সড়কটি সম্প্রসারণ করা হোক এমন দাবি তাদের।

আরও দেখুন

প্রভাবশালীরা সরকারী হাটের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ, হাট বসছে মহাসড়কের দুই পার্শ্বে, যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলি হাকিমপুরে সাদুড়িয়া বাজারে সরকারি হাটের জায়গা দখল করে অবৈধ ভাবে পাকা …