শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মকর্তা কর্মচারীদের পুর্নদিবস কর্মবিরতি চলছে

হিলিতে পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মকর্তা কর্মচারীদের পুর্নদিবস কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীত করনের দাবীতে পুর্নদিবস কর্মবিরতি শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা।

কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে রবিবার সকাল থেকে কার্যক্রম বন্ধ রেখে তাদের এই কর্মসুচী পালন শুরু করেন। ৩টি ধাফে ১৫দিন ধরে এই কর্মসুচী পালন করবেন তারা। এদিকে তাদের কর্মবিরতীর কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ বিপাকে পড়েছেন সেবা না পেয়ে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে।

হাকিমপুর উপজেলা ভুমি অফিসের সার্টিফিকেট সহকারি ইমরুল হক বলেন, আমরা যারা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে তৃতীয় শ্রেনীর যে পদে যোগদান করেছি এখন পর্যন্ত আমরা সেই পদেই রয়েছি। কিন্তু সচিবালয়ে দেখা যায় তারা যে পদে যোগদান করেন তাদের পদবী উন্নীতকরন করা হয়।

তারা প্রশাসনিক কর্মকর্তাসহ ননগেজেটেড উপসচিব পর্যন্ত তারা হয়। কিন্তু আমরা যে পদে যোগদান করেছি এখন পর্যন্ত আমরা সেই পদেই রয়েছি। তাই আমাদের এই ব্লক পোষ্টগুলো যাতে খুলে দেয়, তারা যেন আমাদের পদবী ও গ্রেড উন্নীতকরণ করে এই দাবীতে আমাদের পুর্নদিবস কর্মবিরতী চলছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …