সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে নো মাস্ক নো সেলস কর্মসুচী চালুর প্রথম দিনেই তিনটি দোকান বন্ধ

হিলিতে নো মাস্ক নো সেলস কর্মসুচী চালুর প্রথম দিনেই তিনটি দোকান বন্ধ

নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিহীন পণ্য ক্রয় বিক্রয় বন্ধ করতে ’নো মাস্ক নো সেলস’ কর্মসূচী চালু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। প্রথমদিনেই মাস্ক বিহীন ক্রেতার নিকট পণ্য বিক্রির দায়ে ৩টি পোশাকের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে হিলি বাজারে ’নো মাস্ক নো সেল’ এই কমসুচীর উদ্বোধন করেন পৌরমেয়র জামিল হোসেন চলন্ত। এসময় তিনি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তাদেরকে মাস্ক ছাড়া পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার আহবান জানান। একই সাথে মাস্ক ছাড়া ক্রেতার নিকট পণ্য বিক্রির দায়ে ৩টি দোকান বন্ধ ও সতর্ক করে দেন। এসময় সেখানে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ থেকে পৌরসভা এলাকায় মাস্ক ছাড়া কোন দোকানে ক্রয় বিক্রয় করতে পারবেনা এমন কর্মসুচী চালু করা হয়েছে। এই সিদ্ধান্ত অমান্য করলে তার দোকান বন্ধ ঘোষণা করা হবে, এই কর্মসুচী আমাদের অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *