রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হিলিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা, পৌরসভাসহ একে একে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরি বের হয়ে স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার শামীমা নাজনীনসহ অনেকে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলা বানান ও বাংলা ভাষা বিষয়ক জিজ্ঞাসা, চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

বাজার পরিদর্শনে দিনাজপুর জেলা প্রশাসক।আমদানি রফতানি কারকদের সাথে মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,দিনাজপুরেরর হিলি বাজার পরিদর্শন করেছেন দিনাজপুর জেলারনবনিযুক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।আজ সকাল …