রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলিতে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।হাকিমপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর পরে শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরনে বিশেষ দোয়া করা হয়। সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে তার কন্যা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা যেন কাজ করে যেতে পারেন সেই দোয়া করা হয়।

এসময় সেখানে পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমুহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিজিবি দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তেবিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা

জানিয়েছে বিজিবি নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,,,,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৯তম দিবস উপলক্ষেদিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় …