রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল পরিদর্শনে ফিজার এমপি

হিলিতে নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল পরিদর্শনে ফিজার এমপি

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের ফুলবাড়ীর নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। সোমবার সকাল ১১টায় সুজাপুরস্থ নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের ক্যাম্পাস-১ এর প্রাথমিক শাখা পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মমতাজ আলী শাহ্, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা আলহাজ্ব গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের অধ্যক্ষ অবিনাশ চন্দ্র রায়, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদুল আলম, সিনিয়র সহকারী শিক্ষক মো. আশরাফ পারভেজ, সিনিয়র সহকারী শিক্ষক দেলবাহার খাতুন, সিনিয়র সহকারী শিক্ষক সিদরাতুল মুনতাহা মৌরিন, সিনিয়র সহকারী শিক্ষক সুরাইয়া ইয়াসমিন প্রমূখ।

শেষে শিক্ষক শিক্ষিকা, ছাত্রী-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন তিনি।

আরও দেখুন

হিলিতে কারাবন্দী নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভা করেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য এ জেড

এম জাহিদ হোসেন নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,দিনাজপুরের হিলিতে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনসংগ্রামে কারাবন্দী বিএনপির নেতাকর্মীদের …