রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে দুই চাল ব্যাবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

হিলিতে দুই চাল ব্যাবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলি চালের বাজারে অভিযান চালিয়ে বেশি দামে চাল বিক্রি ও দেশীয় চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রির অভিযোগে দুই চাল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার হিলি বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম জানান, লকডাউনে মাঝে কিছু ব্যবসায়ী বেশি দামে চাল বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে হিলির চাল বাজারে অভিযান পরিচালনা করে দেশীয় চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রি ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই চাল দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, চালের বাজার স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যহৃত থাকবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …