নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে তেলবাহী লরি উল্টে দুইজন নিহত

হিলিতে তেলবাহী লরি উল্টে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে তেলবাহী লরি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে
চালকের সহকারী ও তেলের ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। এঘটনায়
ট্রাকের চালক গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলার হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের
লোহাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চালকের সহকারী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার
মাথখুর এলাকার সুরত আলীর মন্ডলের ছেলে রাসেল ইসলাম (৪৫)।
ও তেলের ব্যবস্থাপক পুরানপুল এলাকার সাব্বির হোসেন(৪০)।
জাহিদুর নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের পরিবারের বরাত দিয়ে হাকিমপুর থানা ওসি(তদন্ত),
জাহাঙ্গীর আলম জানায়, আজ রবিবার দুপুরে জয়পুরহাট জেলার
পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলবাহী
লড়ী পার্বতীপুরে তেল নিতে যাচ্ছিলেন। পথে হিলি বিরামপুর
আঞ্চলিক সড়কের লোহাচড়া এলাকায় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে
উল্টে গিয়ে পাশের খাদে পড়ে। এতে গাড়ীতে থাকা চালকের সহকারী
ও তেলের ব্যবস্থাপক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে
হাকিমপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে
উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।

আরও দেখুন

নাটোরে ঢালাই মিক্সার মেশিনের ভিতর থেকে শিশুর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে সিমেন্ট খোয়া ঢালাই মিক্সার মেশিনের ভিতর থেকে গোলাম মোস্তফা নামের ৫ বছর বয়সী …