শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে তীব্র শীতের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ

হিলিতে তীব্র শীতের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ


নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় বেড়েছে। বৃষ্টি হওয়ায় পর থেকে দিনাজপুরের হিলিতে বেড়েছে শীতের মাত্রা। তীব্র শীতের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এতে হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশুকে হাসপাতালে নিয়ে আসা গৃহবধূ রুমা বেগম বলেন, দুই-তিন দিন আগে হিলিতে বৃষ্টি হওয়ায় আবারও শীত বেড়েছে। আবহাওয়াজনিত কারণে ছোট বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে। তাই হাসপাতালে নিয়ে এসেছি।

আরেক গৃহবধূ বলেন, হঠাৎ আমার বাচ্চার জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে। এ কারণে ডাক্তার দেখাতে এসেছি।

হাসপাতালে ভর্তি নুর আলম বলেন, শীতের মধ্যে কাজে বের হয়ে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে। আমরা তো দিনমজুর। খুব অসুবিধার মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে আছি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. রাকিব হাসান বলেন, বর্তমানে শীতের প্রকোপ বেড়েছে। বিশেষ করে গত তিন-চার দিন ধরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগীও বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগই শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত। রোগী বাড়ায় আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …