শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে ট্রেন লাইনচ্যুত, সকল রুটের রেল যোগাযোগ বন্ধ

হিলিতে ট্রেন লাইনচ্যুত, সকল রুটের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ৭৯৪ নং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যূত হয়েছে। বন্ধ রয়েছে পার্বতীপুর-থেকে ঢাকা, খুলনা, রাজশাহী সহ সারাদেশের ট্রেন চলাচল।

আজ শনিবার বিকেল ৪ টার দিকে হিলি-বিরামপুর রেল লাইনের ডাঙ্গাপাড়া নামক স্থানে ২৯১ নং ব্রীজের কাছে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।

হিলি স্টেশন মাষ্টার রুহুল আমীন জানান, ট্রেনটি বিরামপুর থেকে ছেড়ে আসার পর ওই স্থানে পৌঁছার পর একটি বগির ৪ টি চাকা লাইন থেকে পড়ে যায়। সিংগেল রুটের লাইন হওয়ায় এতে বন্ধ রয়েছে এই রুটে ট্রেন চলাচল। ইতোমধ্যে পার্বতীপুর থেকে উদ্ধাকারী ট্রেন রওনা দিয়েছে। উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে কয়টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে এই মুহুর্তে বলতে পারছেন না ষ্টেশন মাষ্টার।

ষ্টেশন মাষ্টার জানান, ডাঙ্গাপাড়া নামক স্থানে ২৯১ নং ব্রীজের লাইন মেরামতের কাজ দির্ঘদিন ধরে চলে আসছিলো।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …