নিজস্ব প্রতিবেদক, হিলি
জাল নোট প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকার ব্যবসায়ীরা যেন জাল নোট নিয়ে প্রতারনা চক্রের হাত থেকে রেহায় পায় সেই দিকে লক্ষ্য রেখে দিনাজপুরের হিলিতে জালনোট প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধি মুলক ওয়ার্কশপ অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক রংপুর এর দিক নির্দেশনায় এই ওয়ার্কশপটির আয়োজন করা হয়।
স্থানীয় সোনালী ব্যাংকের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্কসপটির সভাপতিত্ব করেন দিনাজপুর সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা, আলোচক বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের উপ পরিচালক আব্দুল আজিজ প্রামানিক। ওয়ার্কসপটিতে এলাকার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।