রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

হিলিতে জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ৯টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় সেখানে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দি, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দি জানান, সারাদেশের ন্যায় হাকিমপুরে ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোষ্টসহ উপজেলার ৯৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভিটামিন ”এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সি ১ হাজার ১৭৮জন শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১ বছর থেকে ৫বছর বয়সি ৯ হাজার ৫৩২জন শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও দেখুন

হিলিতে কারাবন্দী নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভা করেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য এ জেড

এম জাহিদ হোসেন নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,দিনাজপুরের হিলিতে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনসংগ্রামে কারাবন্দী বিএনপির নেতাকর্মীদের …