সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

হিলিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
“সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। রর‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা অংশগ্রহন করেন।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন, বোয়ালদাড় ইউপির আওয়ামীলীগের সভাপতি সদরুল ইসলাম প্রমূখ।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …