মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে চাঁদাবাজীর অভিযোগে এপিবিএনের এএসআই আটক

হিলিতে চাঁদাবাজীর অভিযোগে এপিবিএনের এএসআই আটক

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলিতে চাঁদাবাজির অভিযোগে এপিবিএনের শাহাদৎ হোসেন (৩৫) নামের এক পুলিশের এএসআইকে আটক করেছে হাকিমপুর (হিলি) থানা পুলিশ। সোমবার রাতে বগুড়া সদর থানা থেকে তাকে আটক করা হয়। শাহাদৎ হোসেন রাজশাহীর বাগমারা গ্রামের আকরাম হোসেনের ছেলে এবং ৪ এপিবিএন বগুড়ায় এএসআই পদে কর্মরত আছেন।

হাকিমপুর থানার অফিসারর্স ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গত ১ মার্চ বিকেলে হাকিমপুর থানার চকচকা গ্রামে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মুহাড়াপাড়া গ্রামের আরমান আলীকে আটক করে এবং তার নিকট চাঁদা দাবী করে। একপর্যায়ে তাকে মারপিট করে ও ভয়ভীতি দেখায়। পরে তাদের কথামতো রাজি হয়ে আরমানের স্ত্রী তাদের দেওয়া বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠায় ।

টাকা পেয়ে অজ্ঞাত ব্যক্তিরা আরমান আলীকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে বিষয়টি নিয়ে গতকাল সোমবার হাকিমপুর থানায় আরমান আলীর স্ত্রী তারামন বিবি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশের একটি টিম গতকাল রাতে বগুড়ায় অভিযান চালিয়ে ওই বিকাশ নাম্বারের মালিককে আটক করে।

পরে তার দেওয়া তথ্যমতে শাহাদৎ হোসেন নামের পুলিশের এএসআই কে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

দিনাজপুরের বিএনপির উদ্যোগে শীতবস্ত্রবিতরণ করেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকরহমানের নির্দেশে বিএনপির উদ্যোগে মাদ্রাসা, মসজিদ, মন্দির,গীর্জা …