শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে গৃহবধুর আত্মহত্যা, স্বামী ও শ্বশুর পলাতক

হিলিতে গৃহবধুর আত্মহত্যা, স্বামী ও শ্বশুর পলাতক

নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলিতে পারিবারিক কলহের জের ধরে নাছরিন বেগম নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে ঘটনার পর থেকেই হাসপাতালে মরদেহ রেখে স্বামী পলাতক রয়েছে। গৃহবধুর পরিবারের দাবী তাকে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে হিলির বড় ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। সে ওই এলাকার সুজন হোসেনের স্ত্রী। তাদের একবছর বয়সের একটি সন্তান রয়েছে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেলে পাঠিয়েছি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি স্বামীর সাথে কোন বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরেই নিজ ঘরের বাঁশের সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে। এর পরেও বিষয়টি তদন্ত করা হচ্ছে এর পিছনে অন্য কোন ঘটনা আছে কিনা একই সাথে ময়না তদন্ত রিপোর্ট আসলেও বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …