রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত

হিলিতে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং শান্তির বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করেছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।

আজ বুধবার সকালে হিলির ছাতনি চারমাথা মোড়ে অবস্থিত প্রেরিত শিষ্য সাধু যোহনের জামতুলী গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাঁচবিবির পাথরঘাটা ক্যাথলিক মিশনের ফাদার জাকারিয়াস মার্ডী। উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিষ্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহন করেন। এর আগে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি, পাপমুক্তি, মঙ্গল ও করুনা কামনা করা হয়।

এদিকে বড়দিন উপলক্ষ্যে রঙ্গিন কাগজ ও ফুল দিয়ে জাকজমকপূর্নভাবে রঙ্গিন সাজে সাজানো হয়েছে গীর্জাকে। এছাড়াও কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের খ্রিস্ট্রান সম্প্রদায়ের লোকজন অংশ গ্রহন করেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …