নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলিতে মুগডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে মুগডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরন করা হয়েছে। এসময় সেখানে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন ও কৃষি সম্প্রসারন অফিসার আরজেনা বেগম উপস্থিত ছিলেন।
এসময় সেখানে উপজেলার ১৯০জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে মুগডালের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মুগডালের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে পটাশ সার বিতরন করা হয়।