নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হিলিতে ধান চাষের পাশপাশি অন্যান্য ফসল চাষাবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৪০জন কৃষকদের মাঝে বিনামুল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
২০১৯-২০ অর্থবছরের রবি ও খরিপ ১ মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামুল্যে এই বীজ ও সার বিতরন করা হয়েছে। এসময় প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীনসহ অনেকে।
এসময় বক্তারা সরিষা চাষের পদ্ধতি সম্পর্কে কৃষকদের ধারনা দেন। সেই সাথে ধানের পাশাপাশি অন্যান্য ফসল চাষাবাদ লাভজনক হওয়ায় কৃষকদের অন্যান্য ফসল চাষাবাদের পরামর্শ প্রদান করা হয়।