রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে কিশোরী ধর্ষণ, ২ যুবকের বিরুদ্ধে মামলা

হিলিতে কিশোরী ধর্ষণ, ২ যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম ও মাসুদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা করেছে ধর্ষিতার বাবা। হিলির দক্ষিণ বাসুদেবপুর (জিলাপিপট্টি) মহল্লায় এ ঘটনা ঘটে। বিষয়টি ধামাচাপা দিতে ধর্ষকের পক্ষ থেকে কিশোরীর পরিবারকে নানা ভাবে হুমকি দেয়া হচ্ছে বলে ওই কিশোরীর বাবা অভিযোগ করেছেন।

জানা গেছে, ওই কিশোরীর বাবা পেশায় ভ্যান চালক ও মা অন্যের বাসায় ঝিঁয়ের কাজ করেন। তারা প্রতিদিনের ন্যায় মেয়েকে বাড়িতে রেখে কাজে যান। মঙ্গলবার বেলা ১১ টার দিকে প্রতিবেশী মাসুদ তার বাড়িতে ওই কিশোরীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকিয়ে রাখেন। পরে সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা আরেক যুবক রবিউল ইসলাম ও মাসুদ কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।

সন্ধ্যায় কিশোরীর বাবা-মা বাড়িতে আসলে মেয়ে কান্নাকাটি করতে থাকে এবং বিষয়টি খুলে বলে। এতে ওই কিশোরীর বাবা ধর্ষকের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের কাছে প্রতিবাদ করলে তাকেও লাঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এলাকাবাসীরা জানান, রবিউল ও মাসুদ এলাকায় মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। তারা এলাকাতে যা খুশি তাই করে বেড়াচ্ছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, রাতেই কিশোরী ও তার বাবা-মা থানায় এসে অবগত করার পর প্রাথমিক তদন্তে করে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। হাকিমপুর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে, মামলা নং ১১, ধর্ষককে আটকের চেষ্টা চলছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …